লংকা-বাংলা ফাইন্যান্সের লভ্যাংশ ১৫ শতাংশ

শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকা-বাংলা ফাইন্যান্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 06:23 PM
Updated : 15 Feb 2018, 06:35 AM

পরিচালনা পর্ষদের ১০৯তম সভায় সাড়ে ৭ শতাশং নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের এ সভায় প্রতিষ্ঠানটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীও অনুমোদন করা হয়।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির সম্মিলিত কর পরবর্তী মুনাফা ১৪২ শতাংশ বেড়ে হয়েছে ১৯২ দশমিক ৬৩ কোটি টাকা হয়েছে, যা আগের বছর ছিল ৭৯ দশমিক ৫৬ কোটি টাকা।

বিগত বছরের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) আড়াই টাকার বিপরীতে এ বছর হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা।

২০১৭ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি সমন্বিত নেট সম্পত্তি ছিল ২৬ দশমিক ১৬ টাকা। ২০১৬ সালের একই সময় এটা ছিল ২১ দশমিক ০১ টাকা। অর্থাৎ এ বছর ২৫ শতাংশ বেশি হয়েছে। এ সময় মোট আমানত দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৫ কোটি টাকায় যা গত বছর একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার বলেন, “লংকা-বাংলার ২০১৭ সালের আর্থিক সূচকগুলো বিগত কয়েক বছরের কৌশলগত পদক্ষেপের প্রতিফলন।

“আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো একটি দক্ষ রূপ লাভ করেছে। বরাবরের মতই আমরা সবচেয়ে মেধাবী কর্মীদের কাজে লাগানোর চেষ্টা করেছি।”

এসব তথ্য প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।