এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের শেয়ারদরে কারসাজির দায়ে জরিমানার মুখে পড়েছেন আট ব্যক্তি ও কোম্পানি।
Published : 11 Dec 2024, 02:09 AM
শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির শেয়ারদরে এবং ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদরে কারসাজির দায়ে কয়েকজন ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কারসাজির মাধ্যমে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও ওরিয়ন ইনফিউশন এবং বিডি ফাইন্যান্সের শেয়ার দর বাড়ানো ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত বৃহস্পতিবার চার কোম্পানির শেয়ার কারসাজির দায়ে বিতর্কিত সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু ও তার সহযোগীসহ বেশ কয়েকজন বিনিয়োগকারীকে শতাধিক কোটি টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে হিরু এবং তার স্ত্রী, বাবা ও বোনকে জরিমানা করা হয় ১১৫ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ার দরে কারসাজি করার দায়ে আরেক তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মারসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্ম্দ এবাদুল করিমকে ১৩ কোটি ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনে নির্বাচিত হন মোহাম্মদ এবাদুল করিম। ওরিয়ন গ্রুপের কোম্পানিগুলোর পর্ষদে তাদের পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ রয়েছে।
অপরদিকে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারদরে কারসাজি করার দায়ে আমিনুল ইসলামকে তিন কোটি ২০ লাখ টাকা, নাবিল ফিড মিলস লিমিটেডকে ১০ লাখ টাকা ও নাবিল নাবা ফুডস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।
একই শেয়ারদরে কারসাজি করায় রিসানা করিমকে ছয় কোটি টাকা, সোহেল আলমকে ১৮ কোটি ৪০ লাখ টাকা ও নুরুন্নাহার করিমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ওরিয়ন গ্রুপের কোম্পানি ওরিয়ন ইনফিউশনের শেয়ারে কারসাজি করায় এবাদুল করিমের নিয়ন্ত্রণাধীন বিকন ফার্মাসিউটিক্যালস ইপিএফ’কে এক কোটি ৪৫ লাখ টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস ইজিএফ’কে এক কোটি টাকা, বিকন ফার্মাসিউটিক্যালসকে এক লাখ টাকা, বিকন মেডিকেয়ার লিমিটেডকে পাঁচ কোটি ৫০ লাখ টাকা ও এখলাছুর রহমানকে ১৪ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।
এ বিষয়ে বক্তব্য জানতে বিকন ফার্মাসিউটিক্যালসের কোম্পানি সচিব মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।
এবাদুল করিমের বক্তব্যও জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ারেও কারসাজি
একই দিনে পুঁজিবাজারের আরেক কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদরে কারসাজির ঘটনায় সামির সেকান্দারকে নয় কোটি টাকা ও মাহের সেকান্দারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
একই কারণে চার কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয় আবু সাদাত মো. সায়েমকে, নয় লাখ টাকা আব্দুল মোবিন মোল্লাকে।
আব্দুল মোবিন মোল্লাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয় তাজবিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হিসেবে।
এছাড়া ঘোষণা না দিয়ে কোম্পানির শেয়ার কেনায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে ৮৫ লাখ টাকা ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে সাত কোটি ১০ লাখ টাকার জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা।
অপরদিকে একই শেয়ার কারসাজি প্রমাণিত হওয়ায় আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা, আনিকা ফারহিনকে সাত কোটি ৫০ লাখ টাকা ও আবু সাদাত সায়েমকে ১৭ কোটি টাকা জরিমানা করে বিএসইসি।
শেয়ার কারসাজি: হিরুসহ পরিবারের সদস্যদের ১১৫ কোটি টাকা জরিমানা