সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ দুদিন খোলা থাকবে সরকারি অফিস।
Published : 23 Jul 2024, 10:02 PM
কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার মধ্যে তিন দিন বন্ধ থাকার পর ব্যাংক ও পুঁজিবাজার খুলছে, তবে কমছে লেনদেন সময়।
সাধারণ সময়ের চেয়ে এক ঘণ্টা পিছিয়ে বুধবার বেলা ১১টায় ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা ২টা পর্যন্ত। আর ব্যাংকিং চলবে বেলা ৩টা পর্যন্ত। বৃহস্পতিবারও চলবে একই সূচিতে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক হাসান হাফিজ বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টায় থেকে ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে স্টেকহোল্ডারদের সঙ্গে আমরা সমন্বয় করছি।”
নতুন সূচিতে লেনদেন করতে মঙ্গলবার রাতের মধ্যেই ডিএসই সার্ভার ও অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময় খোলা থাকবে সরকারি অফিস ও আর্থিক খাত।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৪ ও ২৫ জুলাই ব্যাংকিং সেবা বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।”
তিনি বলেন, “যথাযথ নিরাপত্তা নিশ্চিতপূর্বক সারা দেশে সকল ব্যাংকের নির্ধারিত শাখাসমূহে সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করা হবে।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন সহিংস রূপ পেলে গত ১৬ জুলাই থেকে সাধারণ জীবনযাত্রা অনেকটা অচল হয়ে পড়ে। ১৮ জুলাই সংঘাত ছড়িয়ে পড়ে ব্যাপক মাত্রায়, বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা; শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়।
এ পরিস্থিতিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কারফিউ চলাকালে যান চলাচল বন্ধ থাকে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় দাপ্তরিক সময় কমিয়ে সরকারি অফিস খুলছে। এ দুই দিন ব্যাংকে লেনদেন সময় কমল দুই ঘণ্টা ও পুঁজিবাজারে দেড় ঘণ্টা।
সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত। দাপ্তরিক প্রয়োজনে ব্যাংক খোলা থাকে ৬ পর্যন্ত।
আর পুঁজিবাজারে লেনদেন চলে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। দপ্তর খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।