বিএসইসি ও পুঁজিবাজারের উন্নয়নে ১৭ মার্চ চার সদস্যের কমিটি গঠন করে সরকার।
Published : 20 Mar 2025, 07:33 PM
নিজেদের প্রথম সভা করেছে পুঁজিবাজারের উন্নয়নে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের চার সদস্যের কমিটি।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ সভা হয় বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি শক্তিশালী করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কার্যপরিধি অনুযায়ী কমিটির কাজের পদ্ধতি প্রণয়ন এবং করণীয় নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা।
গত ১৭ মার্চ পাঁচটি বিষয় উল্লেখ করে বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নে চার সদস্যের কমিটি গঠন করে সরকার। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় আনিসুজ্জামান চৌধুরীকে।
কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, ‘‘দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ এবং সর্বোপরি দেশের পুঁজিবাজার উন্নয়নের জন্য কমিটি কাজ করবে।’’
কমিটির কার্যপরিধির মধ্যে উল্লেখযোগ্য হল- বাজার উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া; পুঁজিবাজার উন্নয়ন কৌশল প্রণয়ন, বিশেষ করে প্রবাসী বন্ডে আকর্ষণ বাড়ানো; নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারে সুপারিশ দেওয়া; বিনিয়োগ ও স্থিতিশীলতা নিশ্চিতের সুপারিশ করা এবং পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির ব্যবস্থা নেওয়া ও করপোরেট গভার্নেন্সে উৎসাহ দেওয়া।
কমিটির সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সাদেকুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ কুতুব।
এছাড়া বিএসইসির কমিশনার ফারজানা লালারুখকে সদস্য সচিব করে কমিটিতে রাখা হয়েছে।
প্রথম সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী ও কমিশনার আলী আকবরও উপস্থিত ছিলেন।