শুরুটা এর চেয়ে খারাপ হতে পারতো না। প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ল বাংলাদেশ! শেষ দিকে দলকে সমতার স্বস্তি ফেরালেন মোহাম্মদ হাসান। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে জুনিয়র এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসে ভাসল দল।
ওমানের মাসকটে বৃহস্পতিবার স্বাগতিকদেরকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত চার কোয়ার্টারের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। শুরুতেই পিছিয়ে পড়া দলকে ৫২তম মিনিটে সমতায় ফেরান হাসান।
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া এ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
হংকংকে ৪-০ ব্যবধানে হারিয়ে এ প্রতিযোগিতায় যাত্রা শুরু করা যুবারা নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দেয়। নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৬-১ গোলে হারিয়ে হয় গ্রুপ সেরা।
সেমি-ফাইনালে ১০ মিনিটের ঝড়ে পুল ‘এ’র রানার্সআপ থাইল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ফাইনালে শুরুতেই পিছিয়ে পড়লেও লড়াই চালিয়ে যায় তারা। হাসানের ফিল্ড গোল ফেরায় সমতা।
টাইব্রেকারেও হয় হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে ফল নির্ধারিত হয় সাডেন ডেথের অগ্নিপরীক্ষায়।