ইতালির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেমেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড একার করে নিলেন কেইন।
Published : 24 Mar 2023, 02:05 AM
কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে খুব প্রয়োজনের সময় উড়িয়ে মেরে হতাশ করেছিলেন হ্যারি কেইন। তাতে তার দল ছিটকে পড়ে প্রতিযোগিতা থেকে, নতুন ইতিহাস গড়তে তার নিজেরও অপেক্ষা বাড়ে। তবে বেশি সময় নিলেন না ইংলিশ স্ট্রাইকার। ইতালির বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেমেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড একার করে নিলেন কেইন।
নেপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে রেকর্ডটি গড়েন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে সফল স্পট কিকে সমতায় ফিরিয়েছিলেন কেইন। ৫৩ গোল নিয়ে স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের জার্সিতে রুনির রেকর্ড। পরে ওই ম্যাচে আরেকটি পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু উড়িয়ে মারেন কেইন। ২-১ গোলে হেরে ছিটকে পড়ে তার দল।
এবার ইতালির বিপক্ষে পেনাল্টি পেয়ে আর ভুল করলেন না তিনি। ৪৪তম মিনিটে ডি-বক্সে ইতালির ডিফেন্ডার জিওভানি দি লরেন্সোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত শটে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড একার করে নেন কেইন।
আন্তর্জাতিক ফুটবলে ৮১ ম্যাচে ৫৪ গোল করলেন তিনি। ৫৩ গোল করতে রুনির লেগেছিল ১২০ ম্যাচ।
কেইনের ইতিহাস গড়ার ম্যাচে ইংল্যান্ডের ৬২ বছরের অপেক্ষার অবসান