নতুন চূড়ায় রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন এককভাবে পর্তুগিজ ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 07:47 PM
Updated : 23 March 2023, 07:47 PM

রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন এক ইতিহাস গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন এককভাবে পর্তুগিজ মহাতারকার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বৃহস্পতিবার রাতে লিখটেনস্টাইনের বিপক্ষে মাঠে নেমে এই অর্জনে নাম লেখান ৩৮ বছর বয়সী রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার জাতীয় দলের জার্সিতে ১৯৭তম ম্যাচ এটি।

গত ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে বদলি নেমে তিনি ছুঁয়েছিলেন কুয়েতের ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড। তাকে ছাড়িয়ে এবার উঠে গেলেন নতুন উচ্চতায়। আল-মুতাওয়া নেমে গেলেন দুইয়ে।

১৯৫ ম্যাচ খেলে তালিকায় তিনে আছেন মালয়েশিয়ার সোহ চিন আন। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মিশরের আহমেদ হাসান (১৮৪), ওমানের আহমেদ মুবারাক (১৮৩) ও স্পেনের সের্হিও রামোস (১৮০)।

Also Read: রুনিকে ছাড়িয়ে কেইনের নতুন রেকর্ড

Also Read: রেকর্ডের রাতে রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

Also Read: কেইনের ইতিহাস গড়ার ম্যাচে ইংল্যান্ডের ৬২ বছরের অপেক্ষার অবসান