ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলে খেলার চাপ নেওয়ার মানসিকতা খেলোয়াড়দের থাকা উচিত বলে মনে করেন দলটির কোচ।
Published : 08 Jan 2024, 05:16 PM
প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না। জেডন স্যানচো নতুন বছরে দলছুট হওয়ার পথে; এরই মধ্যে ডনি ফন ডি বিক ধারে চলে গেছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে- সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে নানামুখী সংকটে। দুঃসময় কাটিয়ে উঠতে নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখার বিকল্প দেখছেন না দলটির কোচ এরিক টেন হাগ।
লিগ টেবিলে বর্তমানে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে তারা।
সম্প্রতি ইংলিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে, স্যানচো ধারে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পথে। ২০২১ সালে সাড়ে আট কোটি ইউরোয় বরুশিয়া থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিল ইউনাইটেড। কিন্তু ২৩ বছর বয়সী এই উইঙ্গার সেরা একাদশে থিতু হতে পারেননি। পরে কোচের সঙ্গেও ঝামেলা তৈরি হয় তার।
টেন হাগের স্বদেশি ফন ডি বিক জানুয়ারির শুরুর দিকেই ধারে বুন্ডেসলিগার দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে যোগ দিয়েছেন।
একাদশে নিয়মিত হতে সংগ্রাম করা এই ডাচ ডিফেন্ডারের চলে যাওয়া বাকিদের মনোবলে চিড় ধরিয়ে চাপ আরও বাড়াবে কিনা- এমন প্রশ্নের মুখোমুখি হন টেন হাগ। জবাবে নিজেদের উপর আস্থা রাখার প্রয়োজনীতার কথা বলেন ইউনাইটেড কোচ।
“এটা (চাপ) খেলোয়াড়ের ওপর সবসময় থাকে এবং বিষয়টি নির্ভর করে নিজের সামর্থ্যে আপনার কতটা আত্মবিশ্বাস আছে, তার উপর। কিন্তু আমি একটা কথা বলতে পারি- প্রিমিয়ার লিগ কঠিন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কঠিন। কেননা, ইউনাইটেড ছাড়া অন্য যেকোনো দলে খেলা অনেকটাই সহজ। ইউনাইটেডে চাপ সবসময়ই অনেক বেশি।”
“খেলোয়াড়দের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, এটাই সবচেয়ে ভালো চ্যালেঞ্জ এবং অবশ্যই সেরা ক্লাব, যেখানে আপনি একজন খেলোয়াড় হিসেবে খেলতে চান। এটা নির্ভর করে প্রত্যেক খেলোয়াড়ের ওপর, এবং বিশেষ করে ওই খেলোয়াড়ের বৈশিষ্ট এবং ব্যক্তিত্বের উপর।”
এফএ কাপের তৃতীয় রাউন্ডে ইউনাইটেড সোমবার মুখোমুখি হবে উইগান অ্যাথলেটিকের।