ম্যানচেস্টার সিটির জার্সিতে এক মৌসুমের বেশি খেলে ফেলা আর্লিং হলান্ড শুরু থেকে গোলের পর গোল করেই যাচ্ছেন। এরই মধ্যে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। খুব কাছ থেকে দিনের পর দিন ‘গোলমেশিন’ এই তারকাকে দেখছেন কোচ পেপ গুয়ার্দিওলা। তবে ইয়াং বয়েজের বিপক্ষে একটি গোল করে কোচকে নতুন করে অবাক করে দিয়েছেন তরুণ স্ট্রাইকার।
গুয়ার্দিওলার এই বিস্ময়ের কারণ চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবারের ম্যাচে হলান্ডের করা দ্বিতীয় গোলটি নিয়ে। সচরাচর ডি-বক্সের ভেতর থেকে পায়ের কারিকুরি দেখান ২৩ বছর বয়সী এই ফুটবলার। তবে এ দিন বক্সের বাইরে বল পেয়ে জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন হলান্ড।
প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন হলান্ড। ম্যাচে ৩-০ গোলে জেতে সিটি, অন্য গোলটি করেন ফিল ফোডেন। ২০২২ সালের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে হলান্ডের গোল ছিল ৫২টি। এখন পর্যন্ত ইংলিশ চ্যাম্পিয়নদের জার্সিতে ৭০ ম্যাচে জালের দেখা পেয়েছেন ৬৭ বার
তবে এখনও যে দুর্দান্ত কিছু করে কোচকে চমকে দিতে পারেন হলান্ড, ইয়াং বয়েজ ম্যাচের পর সেটাই ফুটে উঠল গুয়ার্দিওলার কণ্ঠে।
“হ্যাঁ (হলান্ড এখনও আমাকে বিস্মিত করে), কারণ সে সাধারণত বক্সের ছয় গজ, আট গজ এবং পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গা থেকে গোল করে। তবে তার সেই প্রতিভা আছে, এটাই প্রথমবার নয় যে, সে এমন কিছু করল।”
“যখন সে খুব বেশি চিন্তা না করে, তখন এমন জায়গা থেকে গোল করতে পারে এবং তার শুটিং নিখুঁত। হ্যাঁ, এটি দুর্দান্ত গোল ছিল। ফিলের (ফোডেন) গোলটিও দারুণ ছিল।”
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করে সিটি। ‘জি’ গ্রুপে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে শিরোপাধারীরা।