বেলজিয়াম দলে চোটের ছোবল

আসছে দুই ম্যাচের দলে ফিরেছেন ফরোয়ার্ড লিয়ান্দ্র ত্রোসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 03:02 PM
Updated : 10 Nov 2023, 03:02 PM

সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন ও মিডফিল্ডার আমাদু ওনানাকে হয়তো পাবে না বেলজিয়াম। দুজনই চোটে ভুগছেন। আসছে দুই ম্যাচের দলে ফিরেছেন ফরোয়ার্ড লিয়ান্দ্র ত্রোসার। 

সার্বিয়া ম্যাচ ও ইউরো বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৪ জনের বদলে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন বেলজিয়াম কোচ দোমিনিকো তেদেসকো। চোটাক্রান্ত দুজনের কাভার হিসেবে বাড়তি দুজনকে দলে নেওয়া হয়েছে।

আগামী বুধবার সার্বিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। আর ১৯ নভেম্বর ইউরো বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলবে তারা।

এরই মধ্যে ২০২৪ ইউরোর মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অস্ট্রিয়া।

আজারবাইজানের বিপক্ষে জিতলে গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করা নিশ্চিত হয়ে যাবে বেলজিয়ামের। 

দলে ফেরা ত্রোসার চোটের কারণে গত মাসে বাছাইয়ে অস্ট্রিয়া ও সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি।