গত ফেব্রুয়ারিতেও আর্থিক নিয়মের ব্যতয়ের কারণে পয়েন্ট কাটা গিয়েছিল দলটির।
Published : 08 Apr 2024, 08:35 PM
অর্থ সংক্রান্ত ঝামেলার বৃত্ত থেকে এভারটন যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। এবার নতুন ঝামেলায় ফের পয়েন্ট কাটা গেছে তাদের।
আর্থিক নিয়ম ভাঙায় গত ফেব্রুয়ারিতে ৬ পয়েন্ট কাটা গিয়েছিল এভারটনের। সোমবার এলো আবারও ২ পয়েন্ট কাটা যাওয়ার খবর।
লভ্যাংশ এবং আর্থিক নিরাপত্তা আইন (পিএসআর) অনুযায়ী ক্লাবগুলো তিন বছরে সাড়ে ১০ কোটি পাউন্ড পর্যন্ত ‘লস’ করতে পারে। কিন্তু স্বাধীন তদন্ত কমিশন দেখেছে, ২০২২-২৩ পর্যন্ত তিন অর্থ বছরে এভারটনের এর চেয়েও ১৬ লাখ ৬০ হাজার পাউন্ড বেশি ক্ষতি হয়েছে।
এ কারণে তাদের ২ পয়েন্ট কেটে নিয়েছে কর্তৃপক্ষ। তাতে এক ধাপ পিছিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে ১৬তম স্থানে নেমে গেছে এভারটন। অবনমন অঞ্চলে থাকা লুটন টাউনের চেয়ে স্রেফ ২ পয়েন্ট বেশি নিয়ে দুই ধাপ উপরে আছে তারা।
তিন আর্থিক বছরের হিসাবে গরমিল ধরা পড়ায় গত ফেব্রুয়ারিতে তাদের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়। পরে আপিল করলে সেটি নেমে আসে ৬ পয়েন্টে।
সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে এভারটন।
স্বাধীন তদন্ত কমিশন অবশ্য আর্থিক ক্ষতির বিষয়ে এভারটনের যুক্তিগুলো গ্রহণ করেছে। সেখানে, এর আগের পয়েন্ট কর্তন, রাশিয়ান প্রতিষ্ঠান ইউএসএম-এর সাথে স্পন্সর চুক্তি স্থগিত থাকা এবং দায় আগেই স্বীকার করে নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।