বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি জার্মানি-কোস্টা রিকা

শেষ ষোলোয় ওঠার লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 03:45 PM
Updated : 29 Nov 2022, 03:45 PM

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় মাঠে নামতে যাচ্ছে জার্মানি। বাঁচা-মরার ম্যাচে তাদের লড়তে হবে স্পেনের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া কোস্টা রিকার বিপক্ষে। 

আল বাইত স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি জার্মানি-কোস্টা রিকা। বাংলাদেশ সময় রাত ১টা শুরু হবে ম্যাচটি।

ম্যাচটির আগে দেখে নেওয়া যাক দুই দলের কিছু পরিসংখ্যান। 

  • ২০১৪ বিশ্বকাপ জেতার পর বিশ্ব সেরার মঞ্চে এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে জার্মানি; ২০১৮ রাশিয়া বিশ্বকাপে, সুইডেনের বিপক্ষে (২-১)। 

  • শেষ ষোলোয় খেলার সম্ভাবনা তৈরি করতে কোস্টা রিকার বিপক্ষে জিততেই হবে জার্মানিকে। 

  • জার্মানি যদি কোস্টা রিকার বিপক্ষে জিততে পারে এবং অন্য ম্যাচে জাপান হেরে যায়, তাহলে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোর টিকেট পাবে হান্স ফ্লিকের দল। শেষ রাউন্ডের আগে গোল পার্থক্যে গ্রুপের বাকি তিন দলের চেয়ে বেশ এগিয়ে আছে স্পেন। 

  • জাপানের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে কোস্টা রিকার হয়ে একমাত্র গোলটি করেন কেইসর ফুয়ের। চলতি আসরে এটিই ছিল দলটির লক্ষ্যে প্রথম শট। 

  • জার্মানিকে হারালেই শেষ ষোলোয় জায়গা করে নেবে কোস্টা রিকা। অন্তত কাগজে-কলমে ড্র করলেও তাদের সুযোগ থাকবে; জাপানের বিপক্ষে স্পেন যদি বিশাল ব্যবধানে হেরে যায়। 

  • এখন পর্যন্ত একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে জার্মানি ও কোস্টা রিকা। ২০০৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৪-২ গোলে জিতেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।