২০০ মিটারের হিটে আলো ছড়িয়ে সেমি-ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের এই অ্যাথলেট।
Published : 15 Jul 2023, 06:20 PM
ইমরানুর রহমানের মতোই আশা জাগিয়েছিলেন জহির রায়হান, কিন্তু তিনিও পার হতে পারলেন না সেমি-ফাইনালের বৈতরণী। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারের ফাইনালে ওঠা হলো না তার।
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার সকালে হিটে ২১.৬৭ সেকেন্ড টাইমিং করেছিলেন জহির। নিজের হিটে চতুর্থ এবং সব মিলিয়ে ২০তম স্থানে থেকে উঠেছিলেন সেমি-ফাইনালে।
বিকালে ফাইনালে ওঠার লড়াইয়ে জহির দৌড় শেষ করেন ২১.৬৯ সেকেন্ড সময় নিয়ে; ২৪ প্রতিযোগীর মধ্যে হন ২০তম। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জন সৌদি আরবের মোহাম্মেদ ফাহহাদ; তার টাইমিং ২০.৯৯ সেকেন্ড।
২০১৭ সালে নাইরোবিতে যুব অ্যাথলেটিকস বিশ্বকাপে ৪০০ মিটারের সেমি-ফাইনালে উঠে সাড়া ফেলে দেওয়া জহির থাইল্যান্ডের ট্র্যাকে অংশ নেন ২০০ মিটার। তবে এই ইভেন্টে নিজের সেরা টাইমিংও পেছনে ফেলতে পারেননি তিনি। ২০২০ সালে চট্টগ্রামে দৌড়ে শেষ করেছিলেন ২১.২০ সেকেন্ডে।
শুক্রবার অল্পের জন্য ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন ইমরানুর। সেমি-ফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ এবং সব মিলিয়ে একাদশ স্থানে থেকে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।
১০০ মিটারে পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জন চীনের চেন জিয়াপেংয়ের টাইমিং ১০.৩৮ সেকেন্ড।