লুইস মানুয়েল দিয়াসকে ছেড়ে দিয়েছে কলম্বিয়ার গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি।
Published : 09 Nov 2023, 11:59 PM
লুইস দিয়াসের পরিবারের জন্য আনন্দের খবর। লিভারপুলের এই কলম্বিয়ান স্ট্রাইকারের বাবাকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
কলম্বিয়া সরকার বৃহস্পতিবার নিশ্চিত করেছে এই খবর। উত্তর কলম্বিয়া থেকে ১৩ দিন আগে লুইস মানুয়েল দিয়াসকে অপহরণ করেছিল গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন-এর সদস্যরা।
সরকারের প্রতিনিধি দল মুক্তির খবর দিয়েছে। তারা বর্তমানে ইএলএন-এর সঙ্গে শান্তি আলোচনায় রয়েছে।
ছোট শহর বারানকাস থেকে গত ২৮ অক্টোবর দিয়াসের বাবাকে অপহরণ করা হয়। এই ঘটনা আলোড়ন তোলে বিশ্বে। গত রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে গোলের উদযাপনে জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্ট মেলে ধরেন দিয়াস। যেখানে লেখা স্প্যানিশে বার্তাটি বাংলা করলে হয় ‘বাবার মুক্তির জন্য।’
কারা তাকে অপহরণ করেছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট ছিল না। তবে কলম্বিয়ার সরকার গত সপ্তাহে জানিয়েছিল, তাদের কাছে তথ্য আছে যে মানুয়েল দিয়াসকে ইএলএন ইউনিট অপহরণ করেছে।
ইএলএন পরে অপহরণের বিষয়টি স্বীকার করে বলেছিল, এটি তাদের ভুল ছিল এবং গ্রুপের শীর্ষ নেতৃত্ব সিনিয়র দিয়াসকে মুক্তির নির্দেশ দিয়েছে।
দিয়াসের বাবার সঙ্গে অপহরণ করা হয়েছিল তার মাকেও। মোটরবাইকে থাকা বন্দুকধারীরা তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। তবে কয়েক ঘন্টার মধ্যেই তার মাকে উদ্ধার করে পুলিশ।