কাতারের নতুন কোচ কিরোস

২০২৬ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটির দায়িত্ব পেয়েছেন ৬৯ বছর বয়সী এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2023, 09:55 AM
Updated : 7 Feb 2023, 09:55 AM

গত বিশ্বকাপে ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনের পথচলায় অভিজ্ঞ কার্লোস কিরোসের শরণাপন্ন হলো কাতার। আরব দেশটির কোচ হিসেবে দায়িত্ব পেলেন অভিজ্ঞ এই পর্তুগিজ কোচ। 

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) গত সোমবার কিরোসের নিয়োগের বিষয়টি জানিয়েছে। ২০২৬ সাল পর্যন্ত দেশটির ডাগআউটে দেখা যাবে তাকে। 

কাতার বিশ্বকাপের আগে ইরান দলের দায়িত্ব পেয়েছিলেন কিরোস। বিশ্ব সেরার মঞ্চে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর সরে দাঁড়ান ৬৯ বছর বয়সী এই কোচ। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপেও তার কোচিংয়েই খেলেছিল ইরান। 

রাশিয়া বিশ্বকাপে ইরান তাদের ইতিহাসের সেরা পারফরম্যান্স দেখিয়েছিল। গ্রুপ পর্বে মরক্কোকে হারানোর পর পর্তুগালের সঙ্গে ড্র করেছিল তারা। তবে অল্পের জন্য নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল কিরোসের দল। 

ফেলিক্স সানচেসের স্থলাভিষিক্ত হলেন কিরোস। ঘরের মাঠে বিশ্বকাপ একদমই ভালো কাটেনি কাতারের। সব ম্যাচে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় তারা।   

সব মিলিয়ে কোচ হিসেবে টানা চারটি বিশ্বকাপে অংশ নেন কিরোস। ২০১০ বিশ্বকাপে তার কোচিংয়েই বিশ্বমঞ্চে খেলেছিল পর্তুগাল। 

২০০২ বিশ্বকাপে কিরোসের হাত ধরে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে আসর শুরুর আগেই পদত্যাগ করেছিলেন তিনি।