চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব নিশ্চিত করার সঙ্গে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোও কার্লো আনচেলত্তির ভাবনায় আছে।
Published : 11 Oct 2022, 05:43 PM
জিতলেই নিশ্চিত হবে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব। স্বাভাবিকভাবেই শাখতার দোনেৎস্কের বিপক্ষে এটাই হবে মূল লক্ষ্য। তবে এর পরপরই লা লিগায় বার্সেলোনার বিপক্ষে লড়াই বলে ভাবনায় রাখতে হচ্ছে সেই ম্যাচও। তাই বিশ্রাম পাচ্ছেন টানা খেলার মধ্যে থাকা ভিনিসিউস জুনিয়র। বিশ্রাম কাটিয়ে ফিরছেন অধিনায়ক করিম বেনজেমা।
‘এফ’ গ্রুপে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। শাখতারের বিপক্ষে মঙ্গলবার রাতে জিতলেই নিশ্চিত হবে শেষ ষোলোয় খেলা।
গ্রুপ পর্বে এরপর আরও দুটি ম্যাচ আছে রিয়ালের। তবে অতদূর অপেক্ষা করার কোনো ইচ্ছে নেই কার্লো আনচেলত্তির। লা লিগায় বাড়তি মনোযোগের সুযোগ করে নিতে কাজ সারতে চান শাখতারের বিপক্ষেই।
“মৌসুমের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উতরে যাওয়া, কারণ এটাই খুব আগেভাগে এবং দ্রুত আসে। যত দ্রুত আমরা এই লক্ষ্য পূরণ করতে পারব, তত ভালো।”
“এটা পরিষ্কার যে, মানসিকভাবে এটা (লা লিগার জন্য) আরও বেশি প্রাণশক্তি যোগাবে। তবে একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কোনো ‘সিরিয়াস ম্যাচ’ না খেলার কথা ভাবতে পারে না।”
আগামী রোববার ‘এল ক্লাসিকো’ খেলার আগে একাদশে পরিবর্তন আনার কথা বললেন আনচেলত্তি।
“করিম ভালো আছে। এটা নিশ্চিত যে, শাখতারের বিপক্ষে সে শুরু থেকে খেলবে। সে খেলব কারণ, বিশ্রাম পেয়েছে। একই রকম বিশ্রাম পেয়েছে টনি (ক্রুস), (ফেরলদ) মঁদি, তারা খেলার জন্য সতেজ আছে।”
গত সেপ্টেম্বরে ঊরুতে দুটি চোট পাওয়া বেনজেমা পুরো ৯০ মিনিট খেলেন ওসাসুনা ও শাখতারের বিপক্ষে। ‘মাসল ফ্যাটিগ’ এর জন্য খেলতে পারেননি গেতাফের বিপক্ষে।