শিয়েরার-কোলকে ছাড়িয়ে হলান্ডের রেকর্ড

অবিশ্বাস্য ছন্দে এগিয়ে চলার পথে ইংলিশ প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের কীর্তি গড়লেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 08:53 PM
Updated : 3 May 2023, 08:53 PM

কোথায় থামবেন আর্লিং হলান্ড? কী কী রেকর্ড ভাঙবেন নরওয়ের এই প্রতিভাবান স্ট্রাইকার? ইংলিশ ফুটবলে স্বপ্নের মতো শুরুর পর উচ্চারিত হচ্ছে প্রশ্নগুলো। মৌসুমের শেষ ভাগে মিলতে শুরু করেছে উত্তর। নিজেকে পর্বতসম উচ্চতায় নিয়ে যাওয়ার পথে তিনি এবার নিজের করে নিলেন প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড।

৩৮ ম্যাচের আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। বুধবার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলে প্রিমিয়ার লিগ যুগের আসরের সেরা গোলদাতাদের তালিকায় উঠে বসেন চূড়ায়।

৪২ ম্যাচের আসরে সর্বোচ্চ ৩৪টি করে গোল করেছিলেন অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার। হলান্ড তাদের ছাড়িয়ে গেলেন ৩১ ম্যাচেই।

Also Read: হলান্ডের রেকর্ড গড়া ম্যাচ জিতে ফের শীর্ষে সিটি

প্রিমিয়ার লিগ যুগ ছাড়িয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগকে বিবেচনায় নিলে এক আসরে হলান্ডের চেয়ে বেশি গোল কেউ করেছিলেন সেই ১৯৬৬-৬৭ মৌসুমে! সেবার রন ডেভিস করেছিলেন ৩৭ গোল।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে হলান্ডের গোল হলো ৫১টি।