চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে দলের সবার কাছে শতভাগ চান ব্রাজিলের এই ডিফেন্ডার।
Published : 21 Nov 2023, 05:11 PM
কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে পথচলা থামার পর থেকে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল দল। আগামী বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ দুই ম্যাচে হেরে এখন একরকম কোণঠাসা অবস্থা তাদের। এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিবাচক ফল পেতে হলে চিরপ্রতিদ্বন্দ্বীদেরকে কিছুতেই ভয় পাওয়া যাবে না বলে মনে করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস। সতীর্থদের মাঠে শতভাগ উজাড় করে সাহসী ফুটবল খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি হবে রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে।
বাছাইয়ে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়হীন ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর হেরেছে উরুগুয়ে ও কলম্বিয়ার কাছে। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তাদের অবস্থান এখন পাঁচ নম্বরে।
আর্জেন্টিনাও অবশ্য সবশেষ ম্যাচে হেরেছে উরুগুয়ের বিপক্ষে। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর তাদের প্রথম পরাজয় এটি। তবে বাছাইয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল স্কালোনির দল।
চোটে আগে থেকে বাইরে থাকা নেইমারের পাশাপাশি ভিনিসিউস জুনিয়র, কাসেমিরোসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে আর্জেন্টিনার বিপক্ষে পাচ্ছে না ব্রাজিল। তবে মার্কিনিয়োস মনে করেন, ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচই হতে পারে বড় উপলক্ষ। এজন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে তাদের।
“আমি মনে করি, সময়টা এখন ভিন্ন। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তারা এই মুহূর্তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমরা পরিবর্তনের মধ্য দিয়ে এসেছি। নতুন খেলোয়াড় আসছে। তাই আমরা জানি ম্যাচটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাদের (আর্জেন্টিনা) কথা জানি না, কিন্তু ‘তারা এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে।’ মাঠে আমাদের শতভাগ দিতে হবে। এখানে (বাছাইয়ে) প্রতিটি ম্যাচই ফাইনাল।”
"প্রত্যেকে যতটা সম্ভব ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আমাদের নিজেদের শক্তি সম্পর্কে জানতে হবে। কিছুতেই ভয় পাওয়া যাবে না। আমাদের প্রস্তুত থাকতে হবে, সাহসের সঙ্গে তাদের মোকাবেলা করতে হবে। আমাদের দারুণ একটি দল আছে, যে কোনো কিছু হতে পারে। তবে আমরা খুব সাহসের সঙ্গে মোকাবেলা করব।”