ধারাবাহিকতা খুঁজে ফেরার পথে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেল এরিক টেন হাগের দল।
Published : 11 Nov 2023, 10:01 PM
অভিজ্ঞ মার্কাস র্যাশফোর্ড থেকে তরুণ গাসমুস হয়লুন, গোল পেতে ম্যানচেষ্টার ইউনাইটেডের আক্রমণভাগের সবাই ভুগছেন। দলকে পথ দেখাতে এগিয়ে এলেন ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ। তার গোলেই লুটন টাউনের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। ধারাবাহিকতা খুঁজে ফেরার পথে আসরে টানা দ্বিতীয় জয় পেল দলটি।
অবশ্য ঘরোয়া লিগে এই দুই জয়ের মাঝে তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে এফসি কোপেনহেগেনের বিপক্ষে ৪-৩ গোলে হারে টেন হাগের ইউনাইটেড।
ঘরের মাঠে এদিন ম্যাচের শুরুতে প্রতিপক্ষের ওপর প্রবল চাপ দেওয়া ইউনাইটেড দশম মিনিটে পেয়ে যায় সুবর্ণ সুযোগ। ডান দিক থেকে র্যাশফোর্ডের বাড়ানো ক্রসে বল লুটনের একজনের গায়ে লেগে চলে যায় গোলমুখে। গোলরক্ষককে একা পেয়ে শট নেন আগের ম্যাচে জোড়া গোল করা গাসমুস হয়লুন, দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক।
প্রথম ১১ রাউন্ডে মাত্র একটিতে জয়ী লুটন ৩৬তম মিনিটে এগিয়ে যেতে পারত। তবে ডাবল সেভ করে জাল অক্ষত রাখেন আন্দ্রে ওনানা।
প্রথমে ইংলিশ ফরোয়ার্ড কার্লটন মরিসের জোরাল হেড দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন ওনানা। পরক্ষণে ইংলিশ মিডফিল্ডার অ্যান্ড্রোস টাউনসেন্ডের শটও ঝাঁপিয়ে ফেরান ক্যামেরুনের এই গোলরক্ষক।
চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে গোল করেছেন চারটি, কিন্তু প্রিমিয়ার লিগে এখনও জালের দেখা পাননি হয়লুন। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আরেকটি ভালো সুযোগ পান তিনি, কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি তরুণ ফরোয়ার্ড।
৫৯তম মিনিটে অবশেষে ডেডলক খুলতে পারে ইউনাইটেড। ম্যাচে নিজেদের পঞ্চম কর্নারে বক্সে ডান দিক থেকে কোনাকুনি শট নেন র্যাশফোর্ড, প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় লিন্ডেলফের পায়ে। জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এই সুইডিশ ডিফেন্ডার।
প্রিমিয়ার লিগে গত ৩ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন র্যাশফোর্ড। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সেই প্রথম ও শেষ। দুই মাসেরও বেশি গোল খরা কাটানোর সহজ সুযোগ ৭০তম মিনিটে পেয়েও হারান তিনি। ডি-বক্সে বিনা বাধায় অরক্ষিত এই ফরোয়ার্ডের নেওয়া শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি লুটন গোলরক্ষক।
১২ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম ১০ রাউন্ডে অপরাজিত থাকার পর টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে টটেনহ্যাম হটস্পার। এদিন প্রথম ম্যাচে তাদেরকে ২-১ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স।
আরেক ম্যাচে ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম।
২৪ পয়েন্ট নিয়ে লিভারপুল চতুর্থ ও অ্যাস্টন ভিলা ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে।