বিপিএলে মুখোমুখি ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স।
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মারামারি করার ঘটনায় শাস্তি পেয়েছেন ফেররান তরেস। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। একই শাস্তি পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার স্তেফান সাভিচও।
আতলেতিকোর মাঠে গত রোববার লা লিগায় বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। শেষ দিকে বল দখলের লড়াইয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন তরেস ও সাভিচ। দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ওই ঘটনায় দুজনকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে টুর্নামেন্ট কমিটি। বুধবার তাদের এই শাস্তির কথা জানানো হয়।
লা লিগায় নিজেদের পরের দুই ম্যাচে গেতাফে ও জিরোনার বিপক্ষে তরেসকে পাবে না বার্সেলোনা। তিন ম্যাচের নিষেধাজ্ঞায় বাইরে থাকা রবের্ত লেভানদোভস্কিও খেলতে পারবেন না ম্যাচ দুটিতে।