‘মেসি ও হলান্ডের সঙ্গে খেলাটা স্বপ্নের’

এই দুই তারকার সঙ্গে আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটিতে খেলা ও প্রস্তুতি নেওয়া থেকে অনেক কিছু শিখছেন বলেও জানালেন হুলিয়ান আলভারেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 12:04 PM
Updated : 11 Nov 2023, 12:04 PM

আর্জেন্টিনা দলে সতীর্থ মহাতারকা লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটিতে সঙ্গী সেরা তারকাদের একজন আর্লিং হলান্ড। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলন করা, ম্যাচ খেলা যে কারো জন্যই স্বপ্নের মতো বিষয়। হুলিয়ান আলভারেসের অনুভূতিও তেমনি। মেসি ও হলান্ডের কাছ থেকে অনেক কিছু শিখছেন বলেও জানালেন সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

২০২২-২৩ মৌসুমটা জাতীয় দল ও ক্লাবে দুর্দান্ত কেটেছে আলভারেসের। মেসির সঙ্গে ২০২২ সালে কাতারে পেয়েছেন বিশ্বকাপ জয়ের অনির্বচনীয় স্বাদ। আর গত মৌসুমে সিটির হয়ে জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। 

এই সাফল্যে ইতিহাসে নাম লিখিয়েছেন আলভারেস। প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনি জিতেছেন বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ শিরোপা।

অবিশ্বাস্য প্রাপ্তিগুলো নিয়ে ইএসপিএন-এর সঙ্গে আলাপচারিতায় আলভারেস জানালেন মেসি ও হলান্ডের সতীর্থ হিসেবে পাওয়ার অনুভূতি।

‍“সেরার সঙ্গে খেলা এবং সেরার সঙ্গে অনুশীলন করা আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করে এবং অনেক কিছু শেখায়। তাদের সাথে থাকতে পারা এবং একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে ওঠা স্বপ্নের মতো।“

সিটির জার্সিতে প্রথম মৌসুমে ১৭ গোল করেছিলেন আলভারেস। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন সাত বার; অ্যাসিস্ট পাঁচটি। সিটিতে এই অল্প সময়ে অনেক কিছু শিখেছেন বলেও জানালেন আলভারেস।

“অনেক ম্যাচের কারণে গত মৌসুমটা লম্বা এবং বেশ কঠিন কেটেছে। তবে আমি ভালো ও আত্মবিশ্বাসী অনুভব করেছি। অনেক ম্যাচ, অনেক সময় খেলেছি।“

‍“অনেক সময় খেলার সুযোগ পাওয়ায় এবং এরই মধ্যে এখানে এক মৌসুম কাটায় সতীর্থদের কাছ থেকে, তাদের এবং কোচিং স্টাফদের কথা শুনে অনেক কিছু শিখেছি আমি।“

চলতি মৌসুমে এ মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে আছে সিটি। চ্যাম্পিয়ন্স লিগেও তারা ছুটছে দারুণ গতিতে। আলভারেসের বিশ্বাস, এ মৌসুমেও সাফল্য পাবে তারা।

“আমরা লিগে ও চ্যাম্পিয়ন্স লিগে (গ্রুপে) শীর্ষে আছি; নিখুঁত খেলছি আমরা। মৌসুম শুরুর কয়েক মাসে কিছু চোট সমস্যা ছিল, কিন্তু দল ছন্দে এগিয়ে চলেছে, ভালো খেলেছে।“

“এই ক্লাবের চাওয়া, খেলোয়াড়রা যেন প্রতিটি বিভাগে লড়াই করে। সৌভাগ্যবশত, আমরা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছি। এফএ কাপেও আছি আমরা।”

অবশ্য আলভারেস মানছেন গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি এবার করা সহজ হবে না মোটেও। কারণটাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

‍“গত মৌসুমে সবকিছু জেতার কারণে, এবার ‘আমরা চ্যাম্পিয়ন’ এটা জেনেই প্রতিটি দল আমাদের বিপক্ষে খেলবে। এগুলো নিয়ে আমরা সচেতন এবং সতর্কও আছি।“