স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ- এই চার দেশ নিয়ে হবে এবারের আসর।
Published : 06 May 2023, 07:26 PM
বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি হ্যান্ডবল প্রতিযোগিতায় দল কমেছে দুটি। সাত বছর আগের আসর হয়েছিল ছয় দেশের অংশগ্রহণে, সেখানে এবার হবে চার দল নিয়ে।
স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ-এই চার দেশ নিয়ে হবে এবারের টুর্নামেন্ট।
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট-এর লোগো উন্মোচন করা হয়। আগামী ১৩ মে টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১৭ মে পর্যন্ত। দুই বিভাগে চার দেশের অনূর্ধ্ব-১৭ ও ১৯ দল অংশ নিবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতাটি উঠতি হ্যান্ডবল খেলোয়াড়দের সমৃদ্ধ করবে বলে আশাবাদ জানান তিনি।
“এ ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা আরো বেশি সমৃদ্ধ হবে। আমাদের যে সক্ষমতা আছে, সেটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে আরও উদ্ভাসিত হবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।”
২০১০ সালে প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। ২০১৬ সালে ৬ দেশের অংশগ্রহণে হয়েছিল দ্বিতীয় আসর।