হ্যান্ডবলে দুই বিভাগের ফাইনালে বাংলাদেশ ও ভারত

ফাইনালের আগেই অবশ্য দুই বিভাগে রাউন্ড রবিন লিগে লড়াইয়ে নামবে দুই দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 02:42 PM
Updated : 14 May 2023, 02:42 PM

দুই বিভাগে টানা দুই জয়ে নিজেদের কাজটুকু আগেই সেরে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স হ্যান্ডবলের অনূর্ধ্ব-১৭ ও ১৯ বিভাগে পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতল ভারতও। তাতে দুই বিভাগে ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেল দুই দলের।

ফাইনালের আগে অবশ্য দুই বিভাগে মুখোমুখি হবে দুই দল। সোমবার রাউন্ড রবিন লিগে সেরা হওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার অনূর্ধ্ব-১৭ বিভাগে মালদ্বীপকে ৫৫-৯ গোলে হারায় ভারত। এ বিভাগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪৬-৮ গোলে হারিয়েছিল তারা।

অনূর্ধ্ব-১৯ বিভাগে মালদ্বীপকে ৪২-১৪ গোলে হারানো ভারত টুর্নামেন্টের প্রথম দিন শনিবার নেপালের বিপক্ষে জিতেছিল ৪৭-১ ব্যবধানে।

শক্তিশালী ভারতের মতো দুই বিভাগে দাপুটে ছিল বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৭ বিভাগে দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫০-৪ গোলে হারানো বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪৮-১০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল।

অনূর্ধ্ব-১৯ বিভাগে রোববার মালদ্বীপকে ৩৮-২১ গোলে হারায় মেয়েরা। নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা ২৩-৯ গোলে জিতেছিল।