প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়ার ধাক্কা সামলে উঠতে পারল না রিয়াল সোসিয়েদাদ। উসমান দেম্বেলের নৈপুণ্যে কোপা দেল রের সেমি-ফাইনাল উঠল বার্সেলোনা।
কাম্প নউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির পর জয়সূচক গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি।
এর মাঝেই ৪০তম মিনিটে সের্হিও বুসকেতসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুল কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোরাল শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা সোসিয়েদাদ পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।