প্রথম কোয়ার্টারে পাওয়া গোল পরের কোয়ার্টারেও আগলে রাখল মেট্রো এক্সপ্রেস বরিশাল। কিন্তু শেষ দুই কোয়ার্টারে খেই হারাল তারা। দেভিন্দর বালমিকির হ্যাটট্রিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পেল একমি চট্টগ্রাম।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার বরিশালকে ৫-১ গোলে উড়িয়ে দেয় চট্টগ্রাম।
সপ্তম মিনিটে অধিনায়ক রোমান সরকার পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন বরিশালকে। দ্বিতীয় কোয়ার্টার থাকে গোলহীন। তৃতীয় কোয়ার্টারে গোল উৎসবে মাতে চট্টগ্রাম।
৩১ থেকে ৪৩-এই আট মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। পেনাল্টি স্ট্রোক থেকে বালমিকি সমতা ফেরানোর পর পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন ফরহাদ আহমেদ সিটুল।
শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে হ্যাটট্রিক পূরণ করেন ভারতীয় ফরোয়ার্ড বালমিকি।
দিনের অন্য ম্যাচে সাইফ পাওয়ার গ্রুপ খুলনার বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনার্ক পদ্মা।
খুলনার শুরুটাও হয়েছিল আশা জাগানিয়া। মর্টিজ ফ্রের গোলে চতুর্থ মিনিটে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয় কোয়ার্টারে পদ্মা সমতায় ফিরে বিপ্লব কুজুরের ফিল্ড গোলে।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে পদ্মাকে জয়সূচক গোলটি এনে দেন আহসান হাবিব। এ নিয়ে টানা চতুর্থ জয় পেল তারা।