'ভালোভাবে’ সেরে উঠছেন নেইমার

ব্রাজিলিয়ান তারকাকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরাতে চান চিকিৎসকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 03:02 PM
Updated : 14 Nov 2023, 03:02 PM

হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া ঠিকঠাকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে এই তারকা ফরোয়ার্ড কবে মাঠে ফিরতে পারবেন, সেটা এখনও নিশ্চিত নয়।

গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে বাজেভাবে ফাউলের শিকার হন নেইমার। এরপর চলতি মাসের শুরুতে ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে তার বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়।

এক সংবাদ সম্মেলনে সোমবার নেইমারের সবশেষ অবস্থা তুলে ধরেন লাসমার। তিনি বলেন, ৩১ বছর বয়সী এই ফুটবলারকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর জন্য কাজ করছেন তারা।

“প্রথম থেকেই আমরা তাকে যা যা বলছি, তিনি তা মেনে চলছেন। তিনি জানেন, এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে ফিজিওথেরাপিস্ট, ফিটনেস ট্রেইনার, আমাদের সবাইকে তার প্রয়োজন হবে। যাতে আমরা যত দ্রুত সম্ভব নেইমারকে মাঠে ফেরাতে পারি।”

অস্ত্রোপচারের পর ফুটবল ওয়েবসাইট ইএসপিএন তাদের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন, আগামী কোপা আমেরিকার আগেই পুরোপুরি সেরে উঠবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী জুনে।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন। তবে পেশির চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন কেবল পাঁচটি, গোল করেছেন একটি আর অ্যাসিস্ট ৫টি।