শুক্রবার চুয়াডাঙ্গায় থার্মোমিটারের পারদ উঠেছে ৪০ ডিগ্রি সেলিসিয়াসে; ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
Published : 24 May 2024, 10:03 PM
সাগরে যখন ঘূর্ণিবায়ুর চক্র ঝড়ের রূপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দাবদাহে পুড়ছে সারা দেশ।
শুক্রবার চুয়াডাঙ্গায় থার্মোমিটারের পারদ উঠেছে ৪০ ডিগ্রি সেলিসিয়াসে; ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
সবশেষ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি বা এর উপরে উঠেছিল ৫ মে, সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগে ৩০ এপ্রিল যশোরে পারদ ওঠে মৌসুমের সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হবে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নোয়াখালীর মাইজদীকোর্টে দেশের সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে চট্টগ্রামের সীতাকুণ্ড, কক্সবাজারের টেকনাফ ও রাঙামাটি ছাড়া কোথাও পরিমাপযোগ্য বৃষ্টি হয়নি।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ঘূর্ণিঝড়টি রোববার রাতে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়, যা ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন ধরে চলে। এরপর ঝড়-বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কমে আসায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছিল।
বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির প্রভাবে মঙ্গলবার থেকে ফের দাবদাহ শুরু হয় দেশের বিভিন্ন অঞ্চলে, বৃহস্পতিবারের মত শুক্রবারও সারাদেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।