ইউভেন্তুসে ‘নিষিদ্ধ’ ফাগিওলির চুক্তি নবায়ন

২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 12:13 PM
Updated : 15 Nov 2023, 12:13 PM

বেটিংয়ের নিয়ম ভেঙে সাত মাসের জন্য নিষেধাজ্ঞা পাওয়া নিকোলো ফাগিওলির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইউভেন্তুস। ২০২৮ সাল পর্যন্ত এই মিডফিল্ডারের চুক্তি নবায়ন করেছে ইতিলিয়ান ক্লাবটি। 

এক বিবৃতিতে গত মঙ্গলবার বিষয়টি জানায় ইউভেন্তুস। ফাগিওলির আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৬ সালে। 

অবৈধ ওয়েবসাইটে বাজি ধরার অভিযোগে গত অক্টোবরে ফাগিওলিকে ৭ মাসের জন্য নিষিদ্ধ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। পাশাপাশি তাকে জরিমানা করা হয় সাড়ে ১২ হাজার ইউরো।

১৪ বছর বয়সে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর বয়সভিত্তিক দলে খেলে ২০২১ সালে সিনিয়র দলে অভিষেক হয় ফাগিওলির। নিষিদ্ধ হওয়ার আগে চলতি মৌসুমে তিনটি ম্যাচ খেলেন ২২ বছর বয়সী এই ফুটবলার। 

এফআইজিসির নিয়ম অনুযায়ী, ফুটবল ম্যাচে বাজি ধরার জন্য একজন ফুটবলারকে কমপক্ষে তিন বছরের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। ফাগিওলির শাস্তির মেয়াদ শুরু হয়েছে গত ১৯ অক্টোবর থেকে। ফলে এই মৌসুমের শেষের দিকে তার মাঠে ফেরার সুযোগ থাকবে। 

সেরি আয় ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউভেন্তুস।