ভারতের হারে রানার্সআপ বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে রাশিয়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 06:00 PM
Updated : 28 March 2023, 06:00 PM

দিনের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে পয়েন্ট হারিয়ে শিরোপার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। পরের ম্যাচে রাশিয়ার বিপক্ষে ভারত হেরে যাওয়ায় সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার রাউন্ড রবিন লিগে আসরের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাশিয়া।

চার ম্যাচের সবগুলি জেতা রাশিয়ার পয়েন্ট ১২। দিনের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ১-১ ড্র করা বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। ভারতের পয়েন্ট ৬, নেপালের ৪, ভুটান কোনো পয়েন্ট পায়নি।

৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ভারতের শিলজি শাহজি। সেরা গোলরক্ষক নেপালের সুজাতা তামাং। চ্যাম্পিয়ন রাশিয়ার এলিনা গোলিক জিতেছেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এর পুরস্কার।