কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ইভান্স

ঊরুর চোটে ভুগছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 12:28 PM
Updated : 11 Nov 2023, 12:28 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের লম্বা চোটের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। ঊরুর চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন আইরিশ ডিফেন্ডার জনি ইভান্স।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শুক্রবার বিষয়টি জানিয়েছে ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে শনিবার রাত ৯টায় লুটন টাউনের বিপক্ষে মাঠে নামবে এরিক টেন হাগের দল। এই ম্যাচসহ সামনের কয়েকটি ম্যাচে ইভান্সকে ছাড়াই খেলতে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডকে।


চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার কোপেনহেগেনের বিপক্ষে ইউনাইটেডের সবশেষ ম্যাচের প্রথমার্ধে চোট পান ইভান্স। ম্যাচটি তার দল হেরে যায় ৪-৩ গোলে।

আগে থেকেই ভিন্ন ভিন্ন চোটে মাঠের বাইরে আছেন ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস, লুক শ, তাইরেল মালাসিয়া ও কাসেমিরো।

৮ বছর আগে ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর গ্রীষ্মের দলবদলে এক বছরের চুক্তিতে আবার ইউনাইটেডে নাম লেখান ইভান্স। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত এবারের লিগে ৫টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ ফুটবলার।


ইংল্যান্ডের শীর্ষ লিগে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ইউনাইটেড।