লিভারপুলের দায়িত্ব ছাড়ার ভাবনা নেই ক্লপের

আগামী গ্রীষ্মে দলে অনেক পরিবর্তন আনবেন বলে জানান জার্মান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2023, 09:35 AM
Updated : 17 Jan 2023, 09:35 AM

চলতি মৌসুমে একদমই ছন্নছাড়া লিভারপুল। শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপরা। স্বাভাবিকভাবেই তাই আঙুল উঠছে কোচ ইয়ুর্গেন ক্লপের দিকে। তবে এসব নিয়ে চিন্তিত নন জার্মান কোচ। বললেন, দায়িত্ব ছাড়ার ভাবনা নেই তার। 

প্রিমিয়ার লিগে এবারের আসরের অর্ধেক পথ পেরোনোর আগেই শিরোপার দৌড় থেকে একরকম ছিটকে পড়েছে লিভারপুল। ১৮ ম্যাচে তারা জিততে পেরেছে মোটে ৮টি। ২৮ পয়েন্ট নিয়ে আছে এখন ৯ নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়েছে ১৯ পয়েন্টে। 

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি লিভাপুল। লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলের পর ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের কাছে হারে তারা ৩-০ ব্যবধানে। মাঝে এফএ কাপে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের সঙ্গে করে ২-২ ড্র। 

দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ ক্লপ নিজেও। এফএ কাপে মঙ্গলবার রিপ্লে ম্যাচে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবেই ক্লপ বলেন, আগামী গ্রীষ্মে দলে অনেক পরিবর্তন আসবে। 

“হয় কোচের দায়িত্বে বদল আসবে, না হয় অন্যান্য অনেক কিছু পরিবর্তন হবে। এখন পর্যন্ত আমার ভাবনা হলো, কেউ আমাকে চলে যেতে না বললে আমি দায়িত্ব ছাড়ব না।” 

“এর অর্থ, হয়তো অন্যান্য কিছু জিনিস পরিবর্তন করতে হবে। সেগুলো আমরা দেখব, তবে সেসব ভবিষ্যতে। যেমন গ্রীষ্মে, এখন নয়। এটা নিয়ে ভাবার সময় আছে। এখন আমাদের ভালো ফুটবল খেলতে হবে।”