ক্রোয়াট মিডফিল্ডারকে দলে টানতে ইংলিশ চ্যাম্পিয়নদের প্রাথমিকভাবে গুনতে হবে ২ কোটি ৫০ লাখ পাউন্ড, খবর বিবিসির।
Published : 21 Jun 2023, 07:51 PM
ঠিকানা বদল করছেন মাতেও কোভাচিচ। এই মিডফিল্ডারকে দলে টানতে তার ক্লাব চেলসির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি, খবর বিবিসির।
২ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দেবেন কোভাচিচ। বিভিন্ন বোনাস সহ যোগ হতে পারে আরও ৫০ লাখ পাউন্ড।
২০১৯ সালে রিয়াল মাদ্রিদ থেকে প্রথমে ধারে চেলসিতে নাম লেখান কোভাচিচ। এরপর তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে লন্ডনের ক্লাবটি।
সবশেষ মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেন কোভাচিচ। তার দলের জন্য মৌসুমটি ছিল ভুলে যাওয়ার মতো। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি হয় ১২তম, ১৯৯৪ সালের পর যা ছিল ক্লাবটির সবচেয়ে বাজে মৌসুম।
২০২১ সালে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য ছিলেন কোভাচিচ। ফাইনালে সিটির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে বদলি হিসেবে খেলেছিলেন তিনি।
ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৫টি ম্যাচ খেলেছেন কোভাচিচ। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়ার পথে ক্রোয়াটদের সবগুলো ম্যাচ খেলেন ২৯ বছর বয়সী ফুটবলার।