ফিফা বর্ষসেরা একাদশে ছয় জন ম্যানচেস্টার সিটির, তিন জন রেয়াল মাদ্রিদের।
Published : 16 Jan 2024, 01:16 AM
সময়ের সেরা তিন ফরোয়ার্ড আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের সঙ্গে ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। জায়গা হয়নি ফুটবলের আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর।
লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এতে আধিপত্য ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির। ইউরোপ ও ইংলিশ চ্যাম্পিয়নদের ছয় জন জায়গা পেয়েছেন একাদশে।
৩-৩-৪ ফর্মেশনের একাদশে তিন ডিফেন্ডার জন স্টোন্স, কাইল ওয়াকার ও রুবেন দিয়াস খেলেন সিটির হয়ে। তিন মিডফিল্ডারের দুই জন কেভিন ডে ব্রুইনে ও বের্নার্দো সিলভাও ক্লাব ফুটবলে তাদের সতীর্থ। অন্যজন এখন রেয়ালে আলো ছড়ানো তরুণ ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম।
চার ফরোয়ার্ডের একজন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। ইউরোপের দুর্দান্ত এক ক্যারিয়ার শেষ করে এই মহাতারকা এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে।
ইংল্যান্ডে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন নরওয়ের স্ট্রাইকার হলান্ড। সিটির ট্রেবল জয়ে দারুণ অবদান রাখা এই তরুণ চোটের জন্য আপাতত মাঠের বাইরে আছেন।
ফ্রান্সের টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে খেলার পথে দারুণ অবদান রাখা এমবাপে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিরও আক্রমণের প্রাণ।
মাত্রই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ঝলমলে এক হ্যাটট্রিক করা ভিনিসিউস আলো ছড়াচ্ছেন রেয়ালের হয়ে। ধীরে ধীরে ব্রাজিলেরও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন তিনি। চোটের জন্য নেইমারের অনুপস্থিতি তিনিই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের প্রাণ।
এসিএল চোটের জন্য লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া থিবো কোর্তোয়া একাদশের গোলরক্ষক। তাকে নিয়ে রেয়ালের তিনজন জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে।
হলান্ড-এমবাপেকে হারিয়ে ফের ফিফা বর্ষসেরা মেসি
সুন্দরতম গোলের পুরস্কার গিলের্মি মাদ্রুগার
‘ধাপে ধাপে এগিয়েছি আমরা’, সেরা কোচ হয়ে বললেন গুয়ার্দিওলা