ব্রাজিলের দ্বিতীয় বিভাগে খেলা এই ফুটবলার অনিন্দ্য সুন্দর গোলে জিতলেন পুসকাস ট্রফি।
Published : 16 Jan 2024, 02:19 AM
ভিডিও দেখে নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না গিলের্মি মাদ্রুগার, সত্যিই এই গোল তিনি করেছেন! অনিন্দ্য সুন্দর সেই গোলে ব্রাজিলিয়ান ফুটবলারের হাতে ধরা দিল বড় প্রাপ্তি। জিতলেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড।
লন্ডনে সোমবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ী হিসেবে বতাফোগোর ২৩ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম ঘোষণ করা হয়। সুন্দরতম গোলের পুরস্কার পেতে মাদ্রুগা পেছনে ফেলেন ব্রাইটন অ্যান্ড হুভ অ্যালবিওনের হুলিও এন্সিসকো ও স্পোর্টিং সিপির নুনো সান্তোসকে।
ব্রাজিলের সেরি বি’র ম্যাচে গত ২৭ জুন নভোরিজন্তিনোর বিপক্ষে জয়সূচক গোলটি করেন মাদ্রুগা। ৯১ হাজার ফুটবল ভক্ত ও জুরিরা সেটিকেই বেছে নেন পুসকাস অ্যাওয়ার্ডের জন্য।
কর্নার থেকে একজনের হেডের পর বল পেয়ে যান মাদ্রুগা। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ওভার হেড কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। বল জালে যায় ঠিক ক্রসবার ঘেঁষে, ঝাঁপিয়েও নাগালে পাননি গোলরক্ষক।
পরে মাদ্রুগা বলেন ভিডিও দেখার পরই কেবল তিনি বুঝতে পারেন, কতটা অসাধারণ ছিল সেই গোল।
“ম্যাচের পর আমি আবার গোলের ভিডিও দেখি। আর তখনই বুঝতে পারি, আমি কী করেছি। আমার ভাই আর আমি পরস্পরের দিকে তাকিয়ে ছিলাম আর আমি তাকে বলছিলাম, ভাই আমি এটা করেছি?”
মাদ্রুগা হতে চেয়েছিলেন হ্যান্ডবল খেলোয়াড়। বাবার পরামর্শে ১৩ বছর বয়সে বেছে নেন ফুটবল। এবার জায়গা করে নিলেন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় খেলাটির বিশেষ এক পাতায়।
হলান্ড-এমবাপেকে হারিয়ে ফের ফিফা বর্ষসেরা মেসি
‘ধাপে ধাপে এগিয়েছি আমরা’, সেরা কোচ হয়ে বললেন গুয়ার্দিওলা
বোনো ও কোর্তোয়াকে ছাপিয়ে বর্সসেরা গোলরক্ষক এদেরসন