একদিন এগোতে পারে কাতার বিশ্বকাপ

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্রস্তাবে এই পরিবর্তন আসতে পারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 11:37 AM
Updated : 10 August 2022, 11:37 AM

কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা আগামী ২১ নভেম্বর। তবে ফিফার প্রস্তাবে সূচিতে পরিবর্তন আসতে পারে। একদিন এগিয়ে ২০ নভেম্বর শুরু হতে পারে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর।

এখনই অবশ্য কোনো কিছু চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। শেষ পর্যন্ত তাই হলে ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও একুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসর।

আগের সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে চারটি ম্যাচ হওয়ার কথা। কাতার ও একুডরের লড়াইটি দিনের তৃতীয় ম্যাচ।

সাধারণত, বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে হয়ে থাকে উদ্বোধনী অনুষ্ঠান। আর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বা শিরোপাধারী দলের অংশগ্রহণ হয়ে থাকে। কিন্তু সূচি অনুযায়ী, তার আগেই হয়ে যাচ্ছে দুটি ম্যাচ।

Also Read: কাতার বিশ্বকাপের সূচি

২১ নভেম্বরের সূচিতে প্রথম ম্যাচ নেদারল্যান্ডস ও সেনেগালের। এছাড়া ইরান-ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র-ওয়েলস ম্যাচও রয়েছে।

মূলত ওই কারণেই বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা প্রস্তাব রেখেছে কাতারের ম্যাচটি এগিয়ে আনার। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

শেষ পর্যন্ত বিশ্বকাপ একদিন এগোবে কিনা, তা চূড়ান্ত হবে ফিফা কাউন্সিলে, যে কাউন্সিলে ছয় ফেডারেশনের সভাপতি ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আছেন।

বিশ্বকাপ একদিন এগিয়ে আসলেও ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়ার দিনক্ষণের কোনো পরিবর্তন হবে না। আর ২১ নভেম্বরেই হবে নেদারল্যান্ডস-সেনেগালের ম্যাচ। অর্থাৎ আগের সূচি অনুযায়ী ওই দিনে চারটির পরিবর্তে হবে তিনটি ম্যাচ।