দুই ঘণ্টাব্যাপী অভূতপূর্ব এই সংবাদ সম্মেলনে উপস্থিত হন এক ডজনের বেশি নারী সাংবাদিক।
Published : 18 Jan 2024, 09:06 PM
ফুটবলে ‘লিঙ্গবৈষম্য নিরসনে’ অভূতপূর্ব এক সংবাদ সম্মেলন করেছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের নারী প্রেসিডেন্ট লেইলা পেরেইরা। সেখানে শুধু নারী সংবাদিকদের ডেকেছিলেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবলের প্রথম তিন প্রধান বিভাগের দলগুলোর মধ্যে একমাত্র নারী ক্লাব প্রেসিডেন্ট পেরেইরা নিজেকে ‘একা অনুভব করেন।’ এটাকেই শুধু নারীদের সংবাদ সম্মেলনে ডাকার কারণ হিসেবে তুলে ধরলেন তিনি।
“দক্ষিণ আমেরিকার একটি বড় ক্লাবে মাত্র একজন নারী থাকা স্বাভাবিক কিছু নয়। কেন এমনটা হচ্ছে? কারণ আমাদের বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়, ফলে আমরা সব জায়গায় যেতে পারি না।”
“আমি ব্রাজিল এবং বিশ্বে পুরুষতন্ত্র সমস্যার সমাধান করতে যাচ্ছি না, তবে পালমেইরাসের শক্তি দিয়ে আমরা উদাহরণ তৈরি করতে পারি।”
পালমেইরাসের ফুটবল একাডেমিতে বুধবার পেরেইরার দুই ঘণ্টাব্যাপী ওই সংবাদ সম্মেলনে উপস্থিত হন এক ডজনের বেশি নারী সাংবাদিক।
২০২১ সালে পালমেইরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া পেরেইরা পেশায় একজন ব্যবসায়ী। লিঙ্গ সমতা আনতে ক্লাবের কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।
শুধুমাত্র নারী সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ডাকার জন্য সমালোচিতও হচ্ছেন পেরেইরা। এর প্রতিক্রিয়ার তিনি বলেছেন, ‘বিচলিত হবেন না।’