Published : 27 Dec 2023, 05:36 PM
দারুণ সুযোগ কড়া নেড়েছিল দরজায়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ছিল জয়ের সুযোগ। লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সমান পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও উঁকি দিয়েছিল প্রবলভাবে। কিন্তু ইউনাইটেডের দুর্দান্ত প্রত্যাবর্তনে হাতছাড়া হয়েছে সবই। তবু চলতি মৌসুমে দলের পারফরম্যান্স নিয়ে মোটেও হতাশ নন উনাই এমেরি। অ্যাস্টন ভিলা কোচের মনে হচ্ছে দুর্দান্ত সময় কাটাচ্ছে তার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় ভিলা। প্রথমার্ধে দুই গোলে ম্যাচে নিয়ন্ত্রণ মুঠোয় নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পথ হারিয়ে বসে তারা।
এই হারে লিগ টেবিলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পাশে বসা হয়নি ভিলার। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচের মধ্যে প্রথম হারের বিষাদ সঙ্গী হওয়ায় এমেরিও মেনে নিচ্ছেন ‘দারুণ সুযোগ’ হেলায় হারিয়েছে তার দল। তবে সব মিলিয়ে তিনি খুশি।
“এটা মৌসুমের প্রথম অর্ধ এবং আমরা যেভাবে খেলেছি, ব্রিলিয়ান্ট। যদিও আজ (মঙ্গলবার) রাতে শুরুর ৬০ মিনিটে আমরা যেভাবে খেলেছি… আরও ৩ পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ হারালাম।”
“ছেলেরা হতাশ, কিন্তু পরের ম্যাচে শনিবার বার্নলির বিপক্ষে আমাদের প্রতিক্রিয়া দেখা যাবে। আজ রাতের এই ফলের পর বার্নলি ম্যাচ আমাদের পরবর্তী চ্যালেঞ্জ, যেটার মুখোমুখি হতে হবে।”
ইউনাইটেডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু পাওয়ার কথাও জানালেন এমেরি।
“ফর্মের পাশাপাশি সমর্থকদের পাশে নিয়ে আগের মতো শক্তিশালী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শনিবারের ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে রিকভারি গুরুত্বপূর্ণ আমাদের জন্য।”
“আজ রাতের এই ফলের পর এটা একটু কঠিন, কিন্তু আশাবাদী হওয়ার জন্য অনেক ইতিবাচক দিক আছে আমাদের।”