আট মাসের নিষেধাজ্ঞা কাটানো ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টনিকেও ফিরিয়েছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
Published : 14 Mar 2024, 09:01 PM
ক্লাবের হয়ে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন অ্যান্থনি গর্ডন ও জ্যারাড ব্র্যাথওয়েট। ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে এই দুইজনকে রেখেছে ইংল্যান্ড।
ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাস্টন ভিলার ২৬ বছর বয়সী ডিফেন্ডার এজরি কনসা। দলে ফিরেছেন ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টনি।
নিউক্যাসল ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে দারুণ খেলছেন গর্ডন। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০ গোল করেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।
ধুঁকতে থাকা এভারটনের জার্সিতে উজ্জ্বল ব্র্যাথওয়েট। ২১ বছর বয়সী এই ডিফেন্ডার পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন সাউথগেটের।
ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) বেটিংয়ের নিয়ম ভেঙে গত বছরের মে মাসে আট মাসের জন্য নিষিদ্ধ হন টনি। নিষেধাজ্ঞা শেষে জানুয়ারিতে মাঠে ফেরেন তিনি। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার জায়গা করে নিলেন ইংল্যান্ড দলেও।
আগামী ২৩ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা ২৬ মার্চ। ২০২৪ ইউরোর আগে আর কোনো ম্যাচ নেই ইংল্যান্ডের।