প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান।
Published : 06 Apr 2024, 08:25 PM
জোড়া গোল করলেন ফায়জাল বিন সারি। জালের দেখা পেলেন রাসেল মাহমুদ জিমি, শিমুল ইসলাম, আমিরুল ইসলাম ও ফিতরি বিন সারি। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে জয়ের ধারায় থাকল মোহামেডান।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ পুলিশকে ৬-৩ গোলে হারিয়েছে মোহামেডান। অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলে উড়িয়ে সুপার সিক্সে যাত্রা শুরু করেছিল সাদাকালো জার্সিধারীরা।
চতুর্দশ মিনিটে অধিনায়ক জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। দুই মিনিট পর শিমুলের হিটে কাঞ্চন মিয়া পরাস্ত হলে ব্যবধান হয় দ্বিগুণ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের লক্ষ্যভেদে স্কোরলাইন ৩-০ করে নেয় তারা।
৩৯তম মিনিটে ইহতিশাম আসলামের ফিল্ড গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় পুলিশ। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে আহসান হাবিবের হিটে বল ঠিকানা খুঁজে পেলে জমে ওঠে ম্যাচ, কিন্তু বাকি সময়ে এই ছন্দ টেনে নিতে পারেনি পুলিশ।
শেষ ১০ মিনিটে আরও তিন গোলে ম্যাচের ভাগ্য নিজেদের দিকে টেনে নেয় মোহামেডান। ৫২ ও ৫৫তম মিনিটে ফায়জালের জোড়া গোলের পর ৫৬তম মিনিটে দীপক পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৫-৩ করেন। শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক পায় মোহামেডান। ফিতরি বিন সারি জাল খুঁজে নেওয়ার একটু পরই বাজে শেষের বাঁশি।