যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ১৪ দল নিয়ে হয়েছে জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা।
Published : 17 Feb 2023, 08:59 PM
নিজেদের শহরে আসর, কিন্তু জাতীয় নারী হ্যান্ডবলে যশোর জেলা ক্রীড়া সংস্থার শুরুটা হলো একেবারেই বিবর্ণ। উদ্বোধনী ম্যাচে তারা উড়ে গেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কাছে।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকদের ১৫-১ গোলে হারায় ঢাকা। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ৯-১ ব্যবধানে।
জেলা ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দল মিলিয়ে ১৪ দল নিয়ে হওয়া এবারের আসরে অনেক বড় জয় পেয়েছে বাংলাদেশ আনসার। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ৩৫-১ গোলে হারিয়েছে তারা।
এছাড়া জয়ে শুরু পেয়েছে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ পুলিশ ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।