১০ লাখ ইউরো দিয়ে জামিনে ছাড়া পেতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
Published : 20 Mar 2024, 04:34 PM
ধর্ষণের দায়ে কারাদণ্ডের শাস্তি পাওয়ার মাসখানেকের মধ্যেই দানি আলভেসের সামনে ‘মু্ক্তির’ পথ খুলেছে। বার্সেলোনার এক আদালতের রায়ে বলা হয়েছে, ১০ লাখ ইউরো দিয়ে জামিনে ছাড়া পেতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে একজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে পরের মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়। তখন থেকেই কারাগারে আছেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার।
শুরুতে অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেও, পরে শারীরিক সম্পর্ক হওয়ার কথা শিকার করেন আলভেস; কিন্তু দুইজনের সম্মতিতে তা হয়েছিল বলে দাবি করেন আলভেস।
প্রসিকিউটর তার ৯ বছরের জেল চাইলেও, আদালত সাড়ে চার বছরের জেল দেয় ফুটবল ইতিহাসের দারুণ সফল এই খেলোয়াড়কে।
কারাদণ্ডের রায় গত মাসে হলেও, আলভেস জেলে আছেন এক বছরের বেশি সময় ধরে এবং পুরোটা সময়ই তার শাস্তির মেয়াদের অংশ হিসেবে ধরা হবে। সেই হিসেবে শাস্তির কেবল এক-চতুর্থাংশই ভোগ করেছেন ৪০ বছর বয়সী সাবেক এই রাইট-ব্যাক।
অবশ্য জেল থেকে ছাড়া পাওয়ার পথ খুললেও, তার ব্রাজিলিয়ান ও স্প্যানিশ পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা থাকবে, যেন স্পেন থেকে কোথাও যেতে না পারেন তিনি। প্রতি সপ্তাহে আদালতে হাজিরাও দিতে হবে তাকে।
আদালতের নতুন এই রায়ে শর্ত আছে আরও, ধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে দেখা বা কোনোরকম যোগাযোগ করতে পারবেন না আলভেস।
অবশ্য ভোটাভুটিতে একজন বিচারক ভিন্নমত পোষণ করায় রায়টি সর্বসম্মত হয়নি। ফলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার পথ খোলাই থাকছে।