দিনের অন্য ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে শিরোপাধারী মেরিনার ইয়াংস।
Published : 30 Mar 2024, 06:19 PM
রেফারির সিদ্ধান্ত নিয়ে দফায় দফায় হলো রিভিউ। তাতে আবাহনী-মোহামেডান দ্বৈরথের স্বাভাবিক ছন্দে পড়ল ছেদ, উত্তাপ থাকল ওই রিভিউ নিয়েই! শেষ পর্যন্ত সমতায় শেষ হলো ঐতিহ্যবাহী দুই দলের লড়াই। দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপাধারী মেরিনার ইয়াংস।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার মোহামেডান ও আবাহনী ১-১ গোলে ড্র করেছে। সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৯-১ গোলে জিতেছে মেরিনার্স।
তৃতীয় মিনিটে সবুজের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার্স। এরপর ২১তম মিনিটে ও দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকের লক্ষ্যভেদে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন তিনি।
এরপর শুরু হয়ে বাংলাদেশ এসসির জালে বাকিদের উৎসব। ৩৫ মিনিটে রাহিদ হোসেন, ৪০তম মিনিটে অজয় যাদবের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে।
চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের চতুর্থ গোলটি করেন সবুজ। পরে খোরশেদুর রহমানের জোড়া লক্ষ্যভেদ বড় জয়ের পথে ছুটতে থাকে মেরিনার্স। সাদাফ সালেকীন স্কোরলাইন ৯-০ করার পর ৫৯ মিনিটে বাংলাদেশ এসসির হয়ে ম্যাচের সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন প্রিন্স কুমার।
দিনের দ্বিতীয় ম্যাচে চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয় কোয়ার্টার গোলহীন থাকার পর তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে মোহামেডানকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। চতুর্থ ও শেষ কোয়ার্টারে কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।
টানা আট জয়ের পর এই প্রথম ড্র করল আবাহনী। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে সুপার লিগে উঠল তারা। আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোহামেডান।
আট ম্যাচে ষষ্ঠ জয় পাওয়া মেরিনার ইয়াংস ১৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তাদের চেয়ে এক ম্যাচে বেশি খেলা ঊষা ক্রীড়া চক্র ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।