বায়ার্নকে দুইয়ে নামিয়ে শিরোপার দুয়ারে বরুশিয়া ডর্টমুন্ড

শেষ রাউন্ডে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে বরুশিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 05:57 PM
Updated : 21 May 2023, 05:57 PM

আগের দিন বায়ার্ন মিউনিখের হারে পথ খুলে যায় বরুশিয়া ডর্টমুন্ডের সামনে। এবার আউক্সবুর্ককে হারিয়ে বুন্ডেসলিগার শিরোপাভাগ্য নিজেদের হাতে নিল তারা।

অ্যাওয়ে ম্যাচে রোববার ১০ জনের আউক্সবুর্ককে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

ম্যাচের ৩৮তম মিনিটে বরুশিয়ার ফরোয়ার্ড ডনিয়েল মালনকে ফাউল করে লাল কার্ড দেখেন আউক্সবুর্কের ডাচ ডিফেন্ডার ফিলিক্স উডৌখাই। এক জন কম নিয়েও অনেকটা সময় প্রতিপক্ষকে আটকে রাখে স্বাগতিকরা। 

অবশেষে ৫৮তম মিনিটে সেবাস্টিয়ান হলারের গোলে এগিয়ে যায় বরুশিয়া। ৮৪তম মিনিটে কাছ থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে লড়াইয়ে জিতে গত জানুয়ারিতে মাঠে ফেরা কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড।

আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইউলিয়ান ব্রান্ডটের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া।

৩৩ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। শেষ রাউন্ডে আগামী শনিবার মাইন্সের বিপক্ষে ঘরের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।

একই দিন একই সময়ে মাঠে নামবে বায়ার্নও, কোলনের মাঠে। টানা ১০ বারের চ্যাম্পিয়নদের সেদিন জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে বরুশিয়া যেন পয়েন্ট হারায়।