শৃঙ্খলাভঙ্গের জন্য আর্সেনালের শাস্তি

লন্ডনের ক্লাবটিকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 09:45 AM
Updated : 14 Jan 2023, 09:45 AM

প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে নিজেদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছে আর্সেনাল। শৃঙ্খলাভঙ্গের কারণে ক্লাবটিকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এমিরেটস স্টেডিয়ামে গত ৩ জানুয়ারি আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোলশূন্য ড্রয় হয়। ম্যাচে আর্সেনালের দুটি পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি অ্যান্ড্রু ম্যাডলি। শেষের দিকে একটি হ্যান্ডবলের জন্য সম্ভাব্য পেনাল্টির দাবিতে রেফারিকে ঘিরে ধরেন আর্সেনালের কয়েকজন খেলোয়াড়।

ওই ম্যাচে মোট ৯টি হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে পেনাল্টি ‘বঞ্চিত’ হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

ওই ঘটনায় আর্সেনালকে অভিযুক্ত করে জবাব দেওয়ার জন্য গত মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আর্সেনালকে।

গত বৃহস্পতিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে একইরকম ঘটনায় আর্সেনালের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে এফএ। 

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। নিজেদের পরের ম্যাচে আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে আর্তেতার দল।