একই দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফাহাদ

চার ম্যাচে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ভিয়েতনামের প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 04:52 PM
Updated : 23 May 2023, 04:52 PM

ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় দারুণ সময় কাটাচ্ছেন ফাহাদ রহমান। তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলায় দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল মাস্টার।

চতুর্থ রাউন্ডের খেলা শেষে এক ড্র ও তিন জয়ে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ফাহাদ। ড্রয়ে প্রতিযোগিতা শুরুর পর টানা তিন ম্যাচ জিতলেন তিনি।

এ প্রতিযোগিতায় মঙ্গলবার তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে হারানোর পর চতুর্থ রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ামস মিশ্রর বিপক্ষে জেতেন ফাহাদ।

সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল মাস্টার সিদ্ধার্থ জগদিশের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করেছিলেন ফাহাদ। দ্বিতীয় ম্যাচে তিনি জেতেন ফিদে মাস্টার সেক কন্সটেনটিনের বিপক্ষে।

পঞ্চম রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার ভো থি কিম ফুং।