আর্জেন্টিনার মার্চের দুই প্রতিপক্ষ চূড়ান্ত

দেশটির গণমাধ্যমের খবর, আসছে দুই প্রীতি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিসহ কাতার আসরে খেলা প্রায় সবাই খেলবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2023, 05:29 PM
Updated : 2 March 2023, 05:29 PM

বিশ্ব চ্যাম্পিয়নের বেশে এ মাসেই প্রথম মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে যে দুটি নাম শুরুতে শোনা গিয়েছিল, তাতে পরিবর্তন এসেছে। প্রথম প্রতিপক্ষ হিসেবে পানামা ঠিক থাকলেও পাল্টে গেছে পরেরটি; দ্বিতীয় ম্যাচে লিওনেল স্কালোনির দল খেলবে কিরাসাওয়ের বিপক্ষে।

দুটি ম্যাচই আর্জেন্টিনা খেলবে দেশের মাঠে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার বিবৃতিতে আসছে দুই ম্যাচের প্রতিপক্ষ ও ম্যাচের তারিখ জানায়।

“লিওনেল স্কালোনির দল আগামী ২৩ মার্চ এল মনুমেন্তালে মাঠে পানামার বিপক্ষে মাঠে নামবে। আর ২৮ মার্চ তারা খেলবে কিরাকাওয়ের বিপক্ষে, সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে।”

গত মাসে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছিল, পানামা ও সুরিনামের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের ফাইনালে গত ১৮ ডিসেম্বর ফ্রান্স টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, ৩৬ বছর পর প্রথম।

বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করার তিন দিন পর এলো এই ঘোষণা। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, আসছে দুই প্রীতি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিসহ কাতার আসরে খেলা প্রায় সবাই খেলবেন।