আর্থিক নিয়ম ভাঙায় ১০ পয়েন্ট কাটা গেল এভারটনের

এখন স্রেফ ৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে ১৯ নম্বরে নেমে গেল এভারটন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 02:09 PM
Updated : 17 Nov 2023, 02:09 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙায় বড় শাস্তি পেয়েছে এভারটন। চলতি আসর থেকে দলটির ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। 

লিগ কর্তৃপক্ষ শুক্রবার বিবৃতি দিয়ে এভারটনের শাস্তি খবর জানায়।

প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় শাস্তি (পয়েন্ট কাটার হিসেবে) এটিই। এখন স্রেফ ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে নেমে গেছে এভারটন। 

ক্লাবটি বিবৃতি দিয়ে বলেছে, এই শাস্তি ‘পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ ও অন্যায্য’ এবং এই রায়ে তারা ‘হতবাক এবং হতাশ।’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করতে চায় বলেও জানানো হয়েছে।

লিগ কর্তৃপক্ষ গত মার্চে এভারটনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলাটি একটি স্বাধীন কমিশনে পাঠিয়েছিল। কিন্তু অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।

প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে কেবল দুটি ক্লাবের পয়েন্ট কাটা হয়েছিল। ১৯৯৬-৯৭ মৌসুমে ব্ল্যাকবার্নের বিপক্ষে খেলতে ব্যর্থ হওয়ায় মিডলসবরোর কাটা হয়েছিল ৩ পয়েন্ট, ২০১০ সালে একটি ঘটনায় পোর্টসমাউথের ৯ পয়েন্ট জরিমানা করা হয়েছিল। 

ওই দুই ক্লাবের কেউই ওই শাস্তির পর লিগ থেকে অবনমন এড়াতে পারেনি।