জার্মান কাপ
একজন কম নিয়ে অনেকটা সময় বায়ার লেভারকুজেনকে আটকে রাখলেও শেষ পর্যন্ত পারল না জার্মান কাপের রেকর্ড চ্যাম্পিয়নরা।
Published : 04 Dec 2024, 03:48 AM
দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল জীবনে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন মানুয়েল নয়ার। ম্যাচের শুরুতেই অধিনায়ককে হারিয়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়ল বায়ার্ন মিউনিখ। একজন কম নিয়েও অবশ্য প্রতিপক্ষকে দীর্ঘক্ষণ আটকে রাখল তারা। শেষরক্ষা যদিও হল না। জার্মান কাপে রেকর্ড চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার লেভারকুজেন।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেন ন্যাথান টেলা।
গত মৌসুমের শিরোপাশূন্য যাত্রায় জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন। এবার বুন্ডেসলিগায় দারুণ ছন্দে এগিয়ে চললেও, কাপের লড়াইয়ে গতবারের চেয়ে একধাপ বেশি এগিয়ে থেমে গেল তাদের যাত্রা।
এবারের বুন্ডেসলিগায় এখন পর্যন্ত অপরাজিত বায়ার্ন চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে প্রথম হারের স্বাদ পেল। তাতেই শেষ হয়ে গেল তাদের একটি শিরোপা যাত্রা। জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা সবশেষ এর শিরোপা জিতেছিল ২০১৯-২০ মৌসুমে। সেই থেকে এই নিয়ে পাঁচ আসরে একবারও– কোয়ার্টার-ফাইনালে পর্ব পার হতে পারেনি তারা।
ম্যাচের সপ্তদশ মিনিটে বড় ধাক্কাটি খায় বায়ার্ন। বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষের ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সালে শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এবারই প্রথম বহিষ্কার হওয়ার তিক্ত অভিজ্ঞতা হলো জার্মান তারকা গোলরক্ষকের।
তারকা স্টাইকার ও দলের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনকে চোটের কারণে পায়নি বায়ার্ন। পাশাপাশি ১০ জন নিয়ে খেলার বাড়তি চাপ। তারপরও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ভালোই করছিল তারা।
তবে, খেলার ধারার বিপরীতে ৬৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি পেয়ে যায় লেভারকুজেন। সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন আট মিনিট আগে বদলি নামা নাইজেরিয়ার মিডফিল্ডার টেলা।
গতবার বুন্ডেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়া লেভারকুজেনের এবার লিগে যাত্রা আশানুরূপ হচ্ছে না। শীর্ষে থাকা বায়ার্নের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে আছে তারা।
তবে বায়ার্নের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে সুখকর যাত্রা অব্যাহত রাখল দলটি। মিউনিখের দলটির বিপক্ষে এই নিয়ে সবশেষ পাঁচ বারের দেখায় অপরাজিত রইল তারা, এর মধ্যে তাদের জয় তিনটি, দুটি ড্র।