১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে ইন্টার মিলান, খুশির অন্ত নেই দলটির কোচ সিমোনে ইনজাগির।
Published : 20 Apr 2023, 08:32 PM
‘গ্রুপ অব ডেথ’ থেকে নকআউট পর্বে, এরপর আরও দুই ধাপ পেরিয়ে এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের মঞ্চে ইন্টার মিলান। এতে উচ্ছ্বাসের শেষ নেই দলটির কোচ সিমোনে ইনজাগির। এই ইতালিয়ানের সরল স্বীকারোক্তি, কেবল শেষ চারে ওঠার স্বপ্নই দেখেছিলেন তারা। সেই স্বপ্ন পূরণের পর এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে সবটা উজাড় করে দেওয়ার প্রত্যয় ইনজাগির।
শেষ আটের প্রথম লেগে বেনফিকার মাঠে ২-০ গোলের জয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল ইন্টার। বুধবার ঘরের মাঠে ফিরতি লেগে ৩-৩ ড্র করে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করে ইনজাগির দল।
২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল ইন্টার। পরে ইন্টার টিভির সঙ্গে আলাপচারিতায় নিজের উচ্ছ্বাস লুকাননি ইনজাগি।
“আমার খেলোয়াড়রা? তারা অসাধারণ খেলেছে। চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে উঠেছে, তারা যা করেছে তা ঐতিহাসিক। অগাস্টে যখন আমরা বায়ার্ন ও বার্সেলোনার সঙ্গে একই গ্রুপে পড়েছিলাম, তখন আমরা বর্তমান অবস্থা থেকে অনেক দূরে ছিলাম।”
২০১০ সালে ইন্টার তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর আর কোনো ইতালিয়ান ক্লাব এই ট্রফির স্বাদ পায়নি। ২০১৫ ও ২০১৭ সালের ফাইনালে হেরে যায় ইউভেন্তুস।
ইন্টার মিলান ও এসি মিলান এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হয়েছে দুই মৌসুমে, ২০০২-০৩ আসরে সেমি-ফাইনালে ও ২০০৪-০৫ আসরে কোয়ার্টার-ফাইনালে, দুবারই পরের ধাপে উঠেছিল প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান।
এবার সেরি আয় ভালো করতে না পারলেও (এখন পঞ্চম স্থানে আছে) চ্যাম্পিয়ন্স লিগে দলের এই যাত্রা নিয়ে দারুণ খুশি ইনজাগি।
"সেমি-ফাইনালে ওঠা আমাদের প্রাপ্য ছিল। এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু এখন আমরা এখানে এসেছি। ছেলেদের এই যাত্রা নিয়ে আমি খুশি। আমরা বায়ার্ন ও বার্সার সঙ্গে খুব কঠিন গ্রুপ থেকে শুরু করেছিলাম, কিন্তু আমরা ভালো খেলেছি, ভক্তদের সঙ্গে ঐক্যবদ্ধ ছিলাম, যারা আমাদের অনেক সাহায্য করেছে।”
“আমরা প্রতিদিন কাজ করি এমন সব দিন উপভোগ করার জন্য, যা ইন্টারে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। আমরা জানি, এখানে সবার জন্য এই ডার্বির অর্থ কী। আমরা খুশি এবং আমরা আমাদের সেরাটা মেলে ধরব।”
সান সিরোয় আগামী ১০ মে সেমি-ফাইনালের প্রথম লেগে এবং ১৬ মে ফিরতি লেগে মুখোমুখি হবে মিলান ও ইন্টার। এই প্রথম একই মৌসুমে পাঁচবার দেখা হচ্ছে মিলানের দল দুটির।
তাদের মধ্যে জয়ী দল ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটির বিপক্ষে। টানা দ্বিতীয় মৌসুমে শেষ চারে মুখোমুখি হবে রিয়াল ও সিটি।