প্যারিস অলিম্পিকস
অলিম্পিকসে এই প্রথম সোনার পদক জয়ের হাসি হাসলেন বতসোয়ানার এই অ্যাথলেট।
Published : 09 Aug 2024, 02:05 AM
দৌড় শেষ হতেই দুই হাতে নিজের বুক চাপড়ে উদযাপনে মাতলেন লেটসিলে টেবোগো। এমন বুনে উল্লাস অবশ্য তাকেই মানায়। কেননা, প্যারিস অলিম্পিকসের ১০০ মিটারে নোয়াহ লেইলসের সঙ্গে পেরে ওঠেননি; কিন্তু ২০০ মিটারে এসে সেই হতাশা ভুললেন এই অ্যাথলেট।
প্রথমবারের মতো অলিম্পিকসে সোনা জয়ের অনির্বচনীয় স্বাদ পেয়েছেন বতসোয়ানার এই ২১ বছর বয়সী অ্যাথলেট। এর আগে তিনি অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা ও ব্রোঞ্জ পেয়েছেন। আফ্রিকান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে পেয়েছিলেন সোনা। তবে অলিম্পিকসে সোনার হাসি এই প্রথম।
স্তাদে দে ফ্রান্সে ২০০ মিটার স্প্রিন্টে ১৯ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন টেবোগো। ১৯ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং করে রুপা পেয়েছেন যুক্তরাষ্ট্রের বেডনারেক কেনেথ।
১০০ মিটারে সেরা হওয়া লাইলস ১৯ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। মর্যাদার এই ইভেন্টে টেবোগো আট প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন ষষ্ঠ। ২০০ মিটারে এসে পেছনে ফেললেন সবাইকে।
এই ইভেন্টে বিশ্ব রেকর্ড ও অলিম্পিকসের রেকর্ড দুটিই জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের। ২০০৯ সালে বার্লিনে ১৯ দশমিক ১৯ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। তার এক বছর আগে বেইজিংয়ের আসরে ১৯ দশমিক ৩০ সেকেন্ড টাইমিং করে গড়েছিলেন অলিম্পিকসের রেকর্ড। এ যাত্রায়ও অক্ষত থাকল দুটিই।